• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জিয়া মঞ্চ’ শ্রীবরদী পৌর ২১ ও উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আন্ নূর দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার পূর্ণাঙ্গ কমিটি গঠন বিজয়নগরের পাহাড়পুর ঝুঝুন্ডমুড়ায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি, এক ব্যক্তি অপহৃত হয়ে উদ্ধার নালিতাবাড়ীতে ইঞ্জিনিয়ার ফাহিম ২ নং নকলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদ খান নকলায় সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক কন্যা শিশুসহ হতাহত ৬ নকলায় চন্দ্রকোণা ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির মৃত্যু নকলায় সংবাদ কর্মীর উপড় হামলায় নেপথ্যের গুরু ডিস্ট্রাব নওফেল সবুজ আগামী গড়তে তারুণ্যের হাতছানি: মানবতার স্পর্শ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গ্রেফতার ৪ জন

হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর কর্তৃক গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ০২টি জিআর সাজা, ০২টি জিআর, ০১টি সিআর সাজা ও ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানার আসামী গ্রেফতার-০৪ জন।

অভিযান-০১
(১১ জুন ২০২৫খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/গৌরাঙ্গ কুমার, সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একাধিক টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ১১ জুন ২০২৫খ্রিঃ রাত ০০.১৫ ঘটিকায় চাঁচড়া রেলগেট এলাকা হতে জিআর-১০৩৫/১৫ এর ০৩(তিন) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ হৃদয় হোসেন(২২), পিতা-শহিদুল ইসলাম, মাতা-সালমা বেগম, সাং-চাঁচড়া রেলগেট, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে সাজা গ্রেফতারী পরোয়ানা সহ জিআর-৪৩৬/১৬, জিআর-৭৯৫/১৬ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

পরবর্তীতে আভিযানিক টিমটি অভিযান পরিচালনা করে রাত ০১.১৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন তেঘরিয়া এলাকা হতে জিআর-২১০/০৯ মামলার ০৩(তিন) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ২। মোঃ শাহিনুর@ শাহীন(৩৬), পিতা-মোঃ জবেদ আলী বিশ্বাস, সাং-তেঘরিয়া উত্তরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করে।

অভিযান-০২
(১১ জুন ২০২৫খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ শামসুজ্জামান সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একাধিক টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ১১ জুন ২০২৫খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকায় রেলগেট পশ্চিমপাড়া এলাকা হতে সিআর-১৯৫৫/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক(৬৫), পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

পরবর্তীতে আভিযানিক টিমটি অভিযান পরিচালনা করে ১১ জুন ২০২৫খ্রিঃ ভোর ০৫.৪৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন রুপদিয়া এলাকা হতে পারীঃ জারিঃ-১৩/২৪ মামলার ০৩(তিন) মাসের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ আবু তালেব খান(), পিতা-মৃত কলমদার আলী, মাতা-রাবেয়া খাতুন, সাং-মুনসেফপুর(রুপদিয়া), থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category