মোঃ রাসেল আহমেদ
জেলা প্রতিনিধি, দৈনিক আলোচ্য বার্তা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ভারতীয় জুস ভর্তি একটি পিকআপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামে স্থানীয়দের তৎপরতায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের চন্দন মিয়া (পিকআপ চালক)।
জানা গেছে, কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ২১৫ কেস (৬,৪৫০ পিস) ভারতীয় জুস নিয়ে একটি পিকআপ বারহাট্টা হয়ে গোপনে মনসুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং ভারতীয় পণ্যভর্তি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক খন্দকার ইমন জানান,
> “গাড়িটির চলাফেরা সন্দেহজনক ছিল। আমরা থামিয়ে তল্লাশি করে দেখি পুরো গাড়ি ভারতীয় পণ্যে ভর্তি। পরে পুলিশে খবর দিই।”
খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন,
> “জনগণের সহায়তায় আমরা ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”