মোঃ রাসেল আহমেদ
নেত্রকোনা জেলা প্রতিনিধি
মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের দেওসহিলা ও বনতিয়শ্রী গ্রামের মধ্যে ঈদের পূর্বে সামান্য কথাকাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত ঘটে। বিষয়টি উত্তেজনায় রূপ নেয় যখন দেওসহিলার কিছু ব্যক্তি স্থানীয় মতিয়াখালি বাজারের ব্যবসায়ী মোঃ খাইরুল মিয়ার দোকানে হামলা চালান। এ ঘটনায় বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়।
ঘটনার পরপরই স্থানীয় রাজনীতিক ও জনপ্রতিনিধিরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং দুই পক্ষকে নিয়ে মীমাংসার উদ্যোগ গ্রহণ করেন। উপজেলা বিএনপি এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষই সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন:
নুরুল আমিন তালুকদার, সভাপতি, মদন উপজেলা বিএনপি ও চেয়ারম্যান, চানগাঁও ইউনিয়ন
রফিকুল ইসলাম আকুন্দ, সাধারণ সম্পাদক, মদন উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
সাইফুল ইসলাম সেকুল, আহ্বায়ক, মদন উপজেলা বিএনপি
হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, মদন উপজেলা যুবদল
সামিউল হায়দার সফি, চেয়ারম্যান, ৮ নং ফতেপুর ইউনিয়ন
রহিস তালুকদার, সভাপতি, ইউনিয়ন বিএনপি
বাদল তালুকদার, সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি
বাবুল তালুকদার, সভাপতি, ইউনিয়ন কৃষক দল
এডভোকেট এজাজ তালুকদার চন্দন, বিএনপি নেতা
বাচ্চু চৌধুরী, বিএনপি নেতা
নাজির আহমেদ উলাশ, সাবেক মেম্বার
নিজামউদ্দিন, সাবেক মেম্বার ও বিএনপি নেতা
উজ্জল মিয়া, সভাপতি, মতিয়াখালি বাজার কমিটি
অহিদুজ্জামান চৌধুরী, নাট্যব্যক্তিত্ব
ফুয়াদ চৌধুরী, সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদল
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীগণ
বৈঠকে নেতৃবৃন্দ হামলার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে কেউ এরকম ঘটনা ঘটালে তার বিরুদ্ধে দলীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। আলোচনায় জরিমানাস্বরূপ ৫০,০০০ টাকা পর্যন্ত আরোপের প্রস্তাবও উত্থাপিত হয়।
নেতৃবৃন্দ সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সামাজিক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করার আহ্বান জানান।