বাঁশবাড়ি, আশুলিয়া
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তারুণ্যের অংশগ্রহণের মাধ্যমে মানবতার স্পর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার আশুলিয়ার বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহমুদা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাব্বির আহমেদ। ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি নাহিদ হাসান শুভ এবং জনসেবা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে চারাগাছ হস্তান্তর করেন।
ফাউন্ডেশনের এই প্রকল্পটি জনাব সাদমান তানিম এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সমগ্র জুলাই-আগস্ট ২০২৫ জুড়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে ১০০টিরও বেশি গাছ রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে যুবসমাজ ও স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছে ফাউন্ডেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ জনাব সাইদুল ইসলাম ইমন, মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বখতিয়ার ইবন আমিন এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স ও রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস টিমের সদস্যবৃন্দ।
✅ পরবর্তী ধাপ: গাছ বিতরণ করা হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, ম্যাস্ট্রো ক্রাউন কলেজ, রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি বাংলা কলেজসহ অন্যান্য ক্যাম্পাস টিমগুলোর মধ্যে।
আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এর প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহমুদা নাসরিন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস তৈরি করতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে শিখলে তারা একদিন সমাজ ও দেশের জন্যও ভালোবাসা তৈরি করবে।”
বিশেষ অতিথি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাব্বির আহমেদ বলেন, “একটি গাছ মানে শুধু ছায়া নয়; এটি মানে প্রাণ, পরিবেশ, ও ভবিষ্যৎ। আমাদের প্রজন্ম যদি গাছের যত্ন নিতে শেখে, তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে সবুজ হবে।”
ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান শুভ বলেন, “যুব সমাজকে সাথে নিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যেতে চাই।”
আসুন, সবাই মিলে প্রকৃতিকে লালন করি ও একটি সবুজ এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলি।