• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জিয়া মঞ্চ’ শ্রীবরদী পৌর ২১ ও উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আন্ নূর দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার পূর্ণাঙ্গ কমিটি গঠন বিজয়নগরের পাহাড়পুর ঝুঝুন্ডমুড়ায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি, এক ব্যক্তি অপহৃত হয়ে উদ্ধার নালিতাবাড়ীতে ইঞ্জিনিয়ার ফাহিম ২ নং নকলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদ খান নকলায় সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক কন্যা শিশুসহ হতাহত ৬ নকলায় চন্দ্রকোণা ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির মৃত্যু নকলায় সংবাদ কর্মীর উপড় হামলায় নেপথ্যের গুরু ডিস্ট্রাব নওফেল সবুজ আগামী গড়তে তারুণ্যের হাতছানি: মানবতার স্পর্শ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির মৃত্যু

এস, এম তানভীর (রকি), জেলা প্রতিনিধি, শেরপুর / ২৬০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

এস, এম তানভীর (রকি), জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতিকারীদের পাতা জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ৫ জুলাই শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে সীমান্তের উত্তর কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। গতকাল শুক্রবার রাতে প্রায় ৮-১০ টি বন্যহাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। একপর্যায়ে রাত সাড়ে ৩ টার দিকে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতিটি মৃত্যুর পর পালের অন্যান্য হাতিরা এখানে চিৎকার চেঁচামিচি শুরু করে।স্থানীয়দের কাছে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ করার পরেও কতিপয় দুষ্কৃতিকারী জেনারেটের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিলে ১৫ বছর বয়সী মাদি হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এবিষয়ে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি প্রাণ হারিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category