এস, এম তানভীর রকি, জেলা প্রতিনিধি: শেরপুর
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতা ও সিএনজির চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র কন্যা সন্তান। শিশুটির পিতা-মাতাসহ অন্যান্য আহতরা হলেন, সিএনজি চালক বাবলা (৪০), সিএনজির যাত্রী পূর্বধলা উপজেলার ইমরান (৩৫) ও নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের সেতু (২০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিয়াম এক্সক্লুসিভ নামে যাত্রীবাহী একটি বাস সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং শিশুটির পিতা-মাতা ও সিএনজির চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুঝহাত শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।