এস, এম তানভীর রকি জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্য ফরম বিতরন ও সদস্যপদ নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বৃহত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া নেতা, জেলা বিএনপির অন্যতম যুগ্ম-আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সভাপতিত্ব করেন
নালিতাবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: খোরশেদ আলম- আহবায়ক নকলা উপজেলা বিএনপি, মাহমুদুল হক দুলাল, সদস্য সচিব নকলা উপজেলা বিএনপি, মো: আনোয়ার ইসলাম (ভিপি) -সাবেক মেয়র নালিতাবাড়ী পৌরসভা ও সাবেক আহবায়ক শহর বিএনপি, মো: রিপন তালুকদার -সাবেক সাধারণ সম্পাদক নালিতাবাড়ী শহর বিএনপি, , মো: রোমান সাবেক সভাপতি নালিতাবাড়ী উপজেলা ছাত্রদল, আবুল হাসনাত ডিয়ন – সাবেক যুগ্ন-আহবায়ক শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও সাবেক সাংগঠনিক-সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল সহ শেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
শেরপুর জেলা জিয়া মঞ্চ’র বেনারে বিশাল এক অভ্যর্থনা মিছিল নিয়ে অনুষ্ঠান প্রঙ্গনে উপস্হিত হন:- সভাপতি- মোঃ আসাদ খান ও দপ্তর সম্পাদক- আলহাজ্ব এস, এম তানভীর রকি এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের ফরম নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “নালিতাবাড়ী উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই কার্যালয় থেকে তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সহায়তা করা হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করা হবে।”
এ সময় বক্তারা বলেন,, জাতীয় নির্বাচন কে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগনের ভোট নিজেদের সংগ্রহে নেওয়ার আহ্বান জানান।