এস, এম তানভীর রকি,
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর জেলা জিয়া মঞ্চ ‘র সভাপতি,
কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী অটো রিকশা সিএনজি চালক দল। শেরপুর জেলার নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনয়ন প্রত্যাশী মো আসাদ খান, বলেছেন,” জনগণের সেবা করার জন্য আমি রাজনীতি করি।
আমি সব সময় ন্যায় বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে সোচ্চার থেকেছি”।
তিনি আরও বলেন, ” জনগন যদি আমাকে ভোট দিয়ে ২ নং নকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেন।
শেরপুরের ২নং নকলা ইউনিয়নে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো”। “জনগণের সঙ্গে মিশে তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে আমি এই ইউনিয়ন টি বিএনপি’র একটি শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই”।
দীর্ঘদিন ধরে বিএনপিতে সক্রিয় থাকা এই নেতা উল্লেখ করেন, “রাজনৈতিক নির্যাতন, কারাবরণ কিংবা দমন– এসব কিছুই আমাকে কখনো পিছিয়ে দেয়নি। বরং তা আমাকে আরও দৃঢ়সংকল্প করেছে মানুষের পক্ষে লড়াই করতে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে রাজনৈতিক মাঠে চলছে প্রস্তুতি ও জোর আলোচনা। এরই ধারাবাহিকতায়
শেরপুর জেলার নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন “জিয়া মঞ্চ’র বর্ষীয়ান নেতা মো: আসাদ খান।
এক সময় তিনি গাজীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
২০২২ সালে তিনি শেরপুর জিয়া মঞ্চ ‘র আহব্বায়কের দায়িত্ব পান এবং বর্তমানে তিনি শেরপুর জেলা জিয়া মঞ্চ’র সভাপতি।
দলীয় দুঃসময়ে রাজপথে দুঃসাহসিক ভূমিকায়, রাজনৈতিক নির্যাতন সহ্য ও একজন ক্লীন ইমেজের রাজনীতিবীদ হিসেবে এলাকায় সুপরিচিত মুখে পরিণত হয়েছেন।
তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনৈতিক হয়রানিমুলক মামলায় আসামী হয়েছেন।
ঢাকার বাসা থেকে দুই দুই বার রেব উঠিয়ে নিয়ে শারীরিক নির্যাতন করে আওয়ামী সরকারের আমলে।
তৎকালীন ২নং নকলা ইউনিয়নের “সুজা” চেয়ারম্যান তাকে অনেক হেনস্হা করে এবং পুলিশ দিয়ে নকলা গড়েরগাও তার বাসা ঘেরাও দিয়ে রাখে সারারাত।
জনগনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতিমধ্যে তৃণমূলে সক্রিয় যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে নিজ অবস্থান আরও শক্তিশালী করে তুলছেন তিনি। তিনি বর্তমানে নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রচারণায় উঠে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বার্তা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং সারা শেরপুর জেলায় ৫টি উপজেলা ও ৪টি পৌর এলাকায় জিয়া মঞ্চ’র সকল কমিটি দ্রুততম সময়ের মধ্যে গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই নকলা উপজেলা কমিটি ও বেশ কয়েকটি ইউনিয়ন কমিটিও সম্মেলনের মাধ্যমে খুবই সুন্দর ভাবে গঠন ও প্রকাশ করেছেন।