• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জিয়া মঞ্চ’ শ্রীবরদী পৌর ২১ ও উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আন্ নূর দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার পূর্ণাঙ্গ কমিটি গঠন বিজয়নগরের পাহাড়পুর ঝুঝুন্ডমুড়ায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি, এক ব্যক্তি অপহৃত হয়ে উদ্ধার নালিতাবাড়ীতে ইঞ্জিনিয়ার ফাহিম ২ নং নকলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদ খান নকলায় সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক কন্যা শিশুসহ হতাহত ৬ নকলায় চন্দ্রকোণা ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির মৃত্যু নকলায় সংবাদ কর্মীর উপড় হামলায় নেপথ্যের গুরু ডিস্ট্রাব নওফেল সবুজ আগামী গড়তে তারুণ্যের হাতছানি: মানবতার স্পর্শ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বিজয়নগরের পাহাড়পুর ঝুঝুন্ডমুড়ায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি, এক ব্যক্তি অপহৃত হয়ে উদ্ধার

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঝুঝুন্ডমুড়া গ্রামে গতকাল গভীর রাতে সংঘটিত হয়েছে এক আতঙ্কজনক ডাকাতির ঘটনা। আনুমানিক রাত ১টার দিকে ইয়াছিন মিয়া ও আবুল ফায়েজের বাড়িতে হানা দেয় সংঘবদ্ধ এক ডাকাতদল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘনবসতিপূর্ণ এ মহল্লায় চার-পাঁচটি পরিবার পাশাপাশি বসবাস করেন। এমন জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য গভীর উদ্বেগ ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। একপর্যায়ে তারা এক ব্যক্তিকে বেঁধে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে নিয়ে যায়।
পরে স্থানীয়দের তৎপরতায় অপহৃত ব্যক্তিকে বাড়ির উত্তর পাশের একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এলাকাবাসী ডাকাতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানোর পাশাপাশি পাহারা ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে কাজ চলছে।”
পুলিশ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category